জাফলংয়ে বিএনপির দুই কেন্দ্রীয় উপদেষ্টার গাড়িবহর অবরোধ এবং বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন দলু, শাহজাহান মিয়া ও ফারুক মিয়া।
গোয়াইনঘাট থানা সূত্রে জানা গেছে, গাড়িবহর অবরোধ ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির অভিযোগে পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলার ভিত্তিতে অভিযানে নেমে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। সোমবার (১৬ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ সক্রিয় রয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে একাধিক টিম মাঠে কাজ করছে।”
উল্লেখ্য, রোববার জাফলংয়ে বিএনপির দুই কেন্দ্রীয় উপদেষ্টার সফরকালে একটি গ্রুপ হঠাৎ তাদের গাড়িবহর আটকে বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে এবং পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।