গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীর গাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে ইউনিয়নের বারহাল বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান মেম্বার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তছলিম উদ্দিন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী, সাবেক একাধিকবারের উপজেলা চেয়ারম্যান ও জননেতা আব্দুল হাকিম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি জনগণের জন্য কাজ করে যাচ্ছি। দলের প্রধান যদি আমাকে যোগ্য মনে করেন, ইনশা আল্লাহ অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভা শেষে স্থানীয় বাজার ও আশপাশের এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে লিফলেট বিতরণ করা হয়।
গোয়াইনঘাটে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ বিলাল উদ্দিন,
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- ১৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত