রাজশাহীর পুঠিয়ায় বসতবাড়ি থেকে গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২১ জুন) দিনগত রাত সাড়ে ১১টার সময় উপজেলার জিউপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২২ জুন) সকালে র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামির নাম আবুল কালাম আজাদ (৫৫)। তিনি পুঠিয়ার জিউপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে।