আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি
মা ইলিশ সংক্ষণ অভিযানে রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় সাতজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে গত ২১ দিনে জেলাটিতে মোট ১৭১ জেলের কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতজনের কারাদণ্ড দেওয়া হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, গত ২৪ ঘণ্টায় তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ কেজি ইলিশ এবং ১ লাখ ৭৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এর দাম প্রায় ৩৪ লাখ টাকা। এ ঘটনায় রাজবাড়ী সদর উপজেলায় সাতজনকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত ৪ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫৫টি ভ্রাম্যমাণ আদালত মোট ১৬৫ অভিযান পরিচালনা করেন। এতে ১ হাজার ৭৮ কেজি ইলিশ এবং ২৮ লাখ ৪৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। এর দাম প্রায় ৫ কোটি ৫০ লাখ ৮৬ হাজার টাকা। এই সময় কারাদণ্ড দেওয়া হয়েছে ১৭১ জনের। নিয়মিত মামলা হয়েছে ২২ জনের নামে। জরিমানা জরা হয় ১ লাখ ২২ হাজার ২০০ টাকা। এ ছাড়া নিলাম থেকে আয় হয়েছে ৯৭ হাজার টাকা।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ দিন ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর। এ সময় নদীতে মাছ ধরা, মজুদ করা, পরিবহন করা, বাজারজাতসহ সকল ধরনের ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
নিজস্ব সংবাদ : 

























