ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ পৌরসভায় নিয়ম বহির্ভূত রাস্তার কাজ- যেন দেখার কেউ নেই

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ- গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভাটি হলো একটি ‘খ’ শ্রেনীর পৌরসভা। উক্ত পৌরসভার ৪ নং ওয়ার্ডে শুরু হয়েছে “নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন (IUGIP)প্রকল্পের আওতায় একটি রাস্তার কাজ।উক্ত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষসহ ঠিকাদারের বিরুদ্ধে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়,গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে -গাইবান্ধা রোড হতে আজিজ মুন্সির মসজিদ পর্যন্ত ভায়া নওশার বাড়ী হতে আতাউর হাজীর বাড়ী পর্যন্ত মোট ১১ কোটি ৩৫ লক্ষ ৮৯ হাজার ৯শ’ ৯৬ টাকা ১শ’৮২ পয়সা বরাদ্দ দেন দাতা সংস্থা GOB,ADB AND. AFD । গত ২১/১১/২০২৪ ইং তারিখে রাস্তাটি নির্মান কাজ শুরু করার কথা থাকলেও তৎকালীন আওয়ামী সরকার পালিয়ে দেশ ত্যাগ করায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান গাইবান্ধা সদর উপজেলার মহুরী পাড়া নিবাসী SB-BB(JV)এর প্রোঃ- মোঃ আমির হোসেন সোহেল বন্ধ রেখেছিলেন। সুুত্রে জানা গেছে, উক্ত প্রকল্পের রাস্তা নির্মান কাজ শুরু করেছেন সুন্দরগঞ্জ পৌরসভারই সাবেক মেয়র মোঃ আব্দুর রশিদ সরকার ডাবলু, রফিকুল ইসলাম ও তার এক জনৈক্য সহযোগী। লক্ষ্য করা গেছে-রাস্তার দু’পাশে পুরাতন রেইজিং গুলি তুলে দেয়া হচ্ছে নিম্মমানের ৩/২নং ইটের পচাঁ খোঁয়া ও মাটি মিশ্রিত অতিরিক্ত বালি।মাঝে মধ্যে সাব ব্যাজ করা হয়েছে। উক্ত সাব-ব্যাজে ঐ একই ধরনের পচাঁ খোঁয়া ও বালির পরিমান বেশি দেয়া হয়েছে। পুরাতন কার্পেটিং গুলির নেই কোন হদিস। অদুর ভবিষ্যৎতে রাস্তাটির স্থায়িত্ব ও দেবে যাওয়ার আশংকা করছেন ভুক্তভোগী সচেতন এলাকাবাসী।এ ব্যাপারে কাজে সংশ্লিষ্ট ঠিকাদারের নিকট বক্তব্য চাইলে তারা অনীহা প্রকাশ করেছেন।কাজ বন্ধ রেখে উপরোক্ত অনিয়মতান্ত্রিক ভাবে ফেলানো খোঁয়া গুলি ল্যাবটেষ্ট করে শিডিউল মোতাবেক রেইজিংয়ের ইট ও খোঁয়া দিতে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমি আপোষহীন এমরান চৌধুরী

সুন্দরগঞ্জ পৌরসভায় নিয়ম বহির্ভূত রাস্তার কাজ- যেন দেখার কেউ নেই

আপডেট সময় ০৫:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ- গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভাটি হলো একটি ‘খ’ শ্রেনীর পৌরসভা। উক্ত পৌরসভার ৪ নং ওয়ার্ডে শুরু হয়েছে “নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন (IUGIP)প্রকল্পের আওতায় একটি রাস্তার কাজ।উক্ত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষসহ ঠিকাদারের বিরুদ্ধে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়,গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে -গাইবান্ধা রোড হতে আজিজ মুন্সির মসজিদ পর্যন্ত ভায়া নওশার বাড়ী হতে আতাউর হাজীর বাড়ী পর্যন্ত মোট ১১ কোটি ৩৫ লক্ষ ৮৯ হাজার ৯শ’ ৯৬ টাকা ১শ’৮২ পয়সা বরাদ্দ দেন দাতা সংস্থা GOB,ADB AND. AFD । গত ২১/১১/২০২৪ ইং তারিখে রাস্তাটি নির্মান কাজ শুরু করার কথা থাকলেও তৎকালীন আওয়ামী সরকার পালিয়ে দেশ ত্যাগ করায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান গাইবান্ধা সদর উপজেলার মহুরী পাড়া নিবাসী SB-BB(JV)এর প্রোঃ- মোঃ আমির হোসেন সোহেল বন্ধ রেখেছিলেন। সুুত্রে জানা গেছে, উক্ত প্রকল্পের রাস্তা নির্মান কাজ শুরু করেছেন সুন্দরগঞ্জ পৌরসভারই সাবেক মেয়র মোঃ আব্দুর রশিদ সরকার ডাবলু, রফিকুল ইসলাম ও তার এক জনৈক্য সহযোগী। লক্ষ্য করা গেছে-রাস্তার দু’পাশে পুরাতন রেইজিং গুলি তুলে দেয়া হচ্ছে নিম্মমানের ৩/২নং ইটের পচাঁ খোঁয়া ও মাটি মিশ্রিত অতিরিক্ত বালি।মাঝে মধ্যে সাব ব্যাজ করা হয়েছে। উক্ত সাব-ব্যাজে ঐ একই ধরনের পচাঁ খোঁয়া ও বালির পরিমান বেশি দেয়া হয়েছে। পুরাতন কার্পেটিং গুলির নেই কোন হদিস। অদুর ভবিষ্যৎতে রাস্তাটির স্থায়িত্ব ও দেবে যাওয়ার আশংকা করছেন ভুক্তভোগী সচেতন এলাকাবাসী।এ ব্যাপারে কাজে সংশ্লিষ্ট ঠিকাদারের নিকট বক্তব্য চাইলে তারা অনীহা প্রকাশ করেছেন।কাজ বন্ধ রেখে উপরোক্ত অনিয়মতান্ত্রিক ভাবে ফেলানো খোঁয়া গুলি ল্যাবটেষ্ট করে শিডিউল মোতাবেক রেইজিংয়ের ইট ও খোঁয়া দিতে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471