পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
রবিবার (২৯ জুন) দুপুর ২টায় দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস এবং প্রধান আলোচক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাতিফুর ইসলাম লাতু সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
সম্মেলনের সভাপতিত্ব করেন দেবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদেকুজ্জামান হিরা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কার্তিক রায়।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।