জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ৩টায় জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম মামুনুর রশীদ পলাশ। আরও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ন আহবায় মো: ফজলুর রহমান তারা, যুগ্ন আহবায়ক মো: শফিকুল ইসলাম মাসুদ, মো: কামরুল হাসান, আবু রায়হান রুপন, ড. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, মো: সাইফুল ইসলাম, অন্যতম সদস্য ও সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো: হযরত আলী, সদস্য মো: সাইফুল ইসলাম স্বপন, মেজর মো: হাসান আরিফ, প্রকৌশলী তহিদুর রহমান সহ শেরপুর জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “রক্তদানের মাধ্যমে মানবতার সেবা করা যায়। বিএনপি সবসময় জনমানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কর্মসূচি গ্রহণ করে আসছে। শোক ও বিজয়ের মাসে এই রক্তদান কর্মসূচি সেই ধারাবাহিকতারই অংশ।” তারা দলের নেতাকর্মীদের রক্তদানে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রক্তদানে অংশ নেন।
রক্তদানের পর উপস্থিত নেতারা এ ধরনের মানবিক কার্যক্রমকে জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।