জেলা প্রতিনিধি :
শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিতে “মো: ফজলুর রহমান তারা” সিনিয়র যুগ্ম-আহবায়ক নির্বাচিত হওয়ায় নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংবর্ধিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ ফজলুর রহমান তারা। তিনি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে বলেন,
“আপনারা আমার এলাকার মানুষ, আমি এই মাটিতেই জন্মেছি, আমি আপনাদের সন্তান। আপনারা চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে প্রস্তুত করবো। আপনাদের জন্য আমার মোবাইল ফোন ও বাড়ির দরজা ২৪ ঘন্টা খোলা। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম-আহ্বায়ক মোঃ কামরুল হাসান। তিনি বলেন,
“দীর্ঘ ১৭ বছর ধরে আমরা জেল-জুলুম, মামলা-হামলার শিকার হয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা কোনো অদৃশ্য শক্তির কাছে হার মানবো না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলে আওয়ামী ধূসর ও চাঁদাবাজরা যাতে জায়গা নিতে না পারে সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।”
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাতেম আলী এবং সঞ্চালনা করেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ দুলাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: মোঃ দেলোয়ার হোসেন (মিন্টু) সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেরপুর জেলা বিএনপি,মো: মহসিন কবির মুরাদ সদস্য শেরপুর জেলা বিএনপি, মোঃ মোস্তাক আহমেদ বাচ্চু সহ-সভাপতি শেরপুর জেলা যুবদল, মোঃ শফিকুল ইসলাম (সাজু) সাবেক যুগ্ন আহবায়ক জেলা যুবদল,মোঃ আব্দুল্লা আল ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবদল, মো: ফখরুল আলম সুজন কোষাধক্ষ্য শেরপুর জেলা যুবদল, মো: তোফায়েল আহমেদ শামীম যুগ্ন-আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল, মো: আতিকুল ইসলাম যুগ্ন আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ নয়ন তালুকদার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জেলা ছাত্রদল, মোঃ সাদিক হাসান সজিব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল,মোঃ জাকির হোসেন,আহবায়ক শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল, মো:স্বাধীন মিয়া ডক্টর সেকান্দর আলী কলেজ ছাত্রদল,মো: মিজানুর রহমান মিনাল সাবেক নাট্য ও বিতর্ক সম্পাদক শেরপুর জেলা ছাত্রদল,মো: রায়হান ইসলাম রাব্বি সহ-পরিবেশ ও জলবায়ু সম্পাদক জেলা ছাত্রদল প্রমুখ।
স্থানীয় নেতৃবৃন্দরা বলেন, আমরা চাই মোঃ ফজলুর রহমান তারা নালিতাবাড়ী-শেরপুর-২ আসনের এমপি হোক। তার নেতৃত্বেই এ এলাকার মানুষ উন্নয়ন ও অধিকার ফিরে পাবে।”
এ ধরনের আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।