ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডিমলায় উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসায় একাডেমিক ভবনের দাবিতে মানববন্ধন

  • সেলিম রেজা
  • আপডেট সময় ০৩:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসায় স্থায়ী একাডেমিক ভবন নির্মাণ ও পুরাতন ভবন সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা চত্বরে শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার পুরাতন ভবনসমূহ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষাকালে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে, ছাদ থেকে পানি চুইয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ভেজা পরিবেশে শ্রেণিকাজে অংশ নিতে বাধ্য হয়। এতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরীক্ষার সময়েও দুর্ভোগের শেষ থাকে না।

শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত শ্লোগান দেন। তাঁদের শ্লোগানে উঠে আসে, “শিক্ষার পরিবেশ চাই, নিরাপদ অবকাঠামো চাই”, “পরীক্ষার হলে বৃষ্টি কেন, প্রশাসন জবাব চাই”, “আমাদের দাবি মানতে হবে, শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে”।

একজন সাবেক শিক্ষার্থী জানান, বহুবার অবকাঠামোগত সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এজন্য বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। মানববন্ধনে অভিভাবক ও এলাকাবাসীরাও সংহতি প্রকাশ করেন। তাঁরা বলেন, মাদ্রাসাটি এ অঞ্চলের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হলেও উন্নয়নের কোনো লক্ষণ দেখা যায় না। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।

বর্তমানে মাদ্রাসাটিতে এক হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে দাবি পেশ করা হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে শেরপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিমলায় উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসায় একাডেমিক ভবনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৩:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসায় স্থায়ী একাডেমিক ভবন নির্মাণ ও পুরাতন ভবন সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা চত্বরে শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার পুরাতন ভবনসমূহ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষাকালে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে, ছাদ থেকে পানি চুইয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ভেজা পরিবেশে শ্রেণিকাজে অংশ নিতে বাধ্য হয়। এতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরীক্ষার সময়েও দুর্ভোগের শেষ থাকে না।

শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত শ্লোগান দেন। তাঁদের শ্লোগানে উঠে আসে, “শিক্ষার পরিবেশ চাই, নিরাপদ অবকাঠামো চাই”, “পরীক্ষার হলে বৃষ্টি কেন, প্রশাসন জবাব চাই”, “আমাদের দাবি মানতে হবে, শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে”।

একজন সাবেক শিক্ষার্থী জানান, বহুবার অবকাঠামোগত সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এজন্য বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। মানববন্ধনে অভিভাবক ও এলাকাবাসীরাও সংহতি প্রকাশ করেন। তাঁরা বলেন, মাদ্রাসাটি এ অঞ্চলের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হলেও উন্নয়নের কোনো লক্ষণ দেখা যায় না। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।

বর্তমানে মাদ্রাসাটিতে এক হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে দাবি পেশ করা হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।