মোল্লাহাট,বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে ২০ জুলাই ২০২৫ ইং (রবিবার), বিকাল ৩ ঘটিকায়,স্থানঃমোল্লাহাট গাঁড়ফা নীলের মাঠ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিট কমিটি দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে,বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয় এবং বাংলাদেশে যে সমস্ত ইসলামিক দলগুলো রয়েছে, সকলে যাতে একজোট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন সে বিষয়ে সকলকে সজাগ থাকার জন্য আহ্বান জানান।মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, এই স্লোগানকে সামনে রেখে ইসলামিক দলগুলো এক জোট হয়ে সামনে এগিয়ে যেতে হবে, এ বিষয়ের উপর উপস্থিত বক্তারা গুরুত্ব আরোপ করেন।
সেখানে প্রধান অতিথি মাহফুজুর রহমান হাঃমাওঃ,সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা। বিশেষ অতিথি মুফতি শেখ নুরুজ্জামান বাগেরহাটি,জয়েন সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখা।সম্মানিত অতিথি ও সম্মেলন পরিচালনায়, হাঃ মুফতি জাকির আশরাফী, প্রাক্তন সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোল্লাহাট উপজেলা শাখা। মোঃ ফকির আবুল বাশার সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোল্লাহাট উপজেলা শাখা। সভাপতিঃআলহাজ্ব মাওলানা নিজামুদ্দিন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোল্লাহাট উপজেলা শাখা। আয়োজনেঃমোঃমফিজুর রহমান আকাশ, এসএম বাদল মেম্বার, মোঃফিরোজ শিকদার,হাফিজুর রহমান খান মোঃ,বাবুল মিয়া, ইব্রাহিম খান, মিজান মোল্লা সাবেক মেম্বার, বাদল শিকদার,মাওঃ মিজবাহ উদ্দিন, মোঃরফিক সিকদার।