চাঁদপুর জেলা প্রতিনিধি :
” আমার চোখে জুলাই বিপ্লব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই বিপ্লব আন্তঃ স্কুল-কলেজ বির্তক উৎসব ২০২৫ ” ২ আগস্ট শনিবার সকাল ৮ টায় চাঁদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। এই বির্তক উৎসবে চাঁদপুর জেলার ৮টি উপজেলা থেকে বাছাইকৃত স্কুল পর্যায়ে ১৬ টি দল ও কলেজ পর্যায়ের ১৬ টি দল অংশ গ্রহণ করে। মোট ৩২ টি দলের মধ্যে দুই গ্রুপে ৩ রাউন্ড প্রতিযোগিতা শেষে ৮ ট করে মোট ১৬ টি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এই ১৬ টি দল কোয়ার্টার ফাইনালে অংশ নিয়ে দুটি গ্রুপে ৮ টি দল সেমিফাইনালে অবতীর্ণ হয়। সেমিফাইনালে অবতীর্ণ স্কুল পর্যায়ের দলগুলো হচ্ছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ টি, ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাবুরহাট শাখা ও বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের বির্তক দল। কলেজ পর্যায়ে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজর দুইটি দল, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও হাজিগন্জ মডেল সরকারি কলেজের বির্তক দল। আগামী ৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯ টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সেমিফাইনালে অবতীর্ণ হয়ে ফাইনালে উত্তীর্ণ হওয়া দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়া দলকে ২০০০০ (বিশ হাজার) রানার্সআপ ১০,০০০ (দশ হাজার টাকা) ও ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট (স্কুল ও কলেজ উভয় পর্যায়ে) ৩০০০( তিন হজার টাকা) করে দেওয়া হবে। উক্ত বির্তক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক জনাব মোহসেন উদ্দিন। বির্তক প্রতিযোগিতার পূর্বে ১লা আগস্ট শুক্রবার দিনব্যাপী বির্তক কর্মশালা চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় চাঁদপুর জেলার ৮ টি উপজেলা থেকে ৩২ টি দল অংশগ্রহণ করে। প্রত্যেক স্কুল ও কলেজ থেকে ৫ – ১০ সদস্য বিশিষ্ট বির্তক দল কর্মশালায় অংশগ্রহণ করে। এবং অংশগ্রহনকারী প্রত্যেক প্রতিষ্ঠান থেক ১ জন করে শিক্ষক প্রতিনিধি প্রতিনিধিত্ব করেন। এর মধ্যে হজিগন্জ মডেল সরকারি কলজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা ইয়াছমিন জানান জুলাই বিপ্লব আন্তঃস্কুল-কলেজ বির্তক উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালাটি এবং বির্তক প্রতিযোগিতা বেশ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা জুলাই বিপ্লব কে বুকে ধারন করে সামনের দিকে এগিয়ে যাবে।
জুলাই বিপ্লব আন্তঃ স্কুল-কলেজ বির্তক উৎসব ২০২৫ এর আয়োজক চাঁদপুর জেলা প্রশাসন, চাঁদপুর জেলা পরিষদ, ডিবেট ক্লাব অব চাঁদপুর, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম।