চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও আড়ানী শাখার উদ্যোগে রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও আর্থিক শিক্ষা কর্মসূচি ২০২৫ ৩০জুলাই বুধবার সকাল ১১-৩০ মিনিটে রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ফলজ, ওষুধি ও বনজ গাছের চারা বিতরণের মাধ্যমে উদযাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড• মোঃ জহুরুল ইসলাম শস্য বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, গাছ আমাদের জীবন ঘনিষ্ঠ এ গাছ থেকে আমরা অক্সিজেন পাই এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাজাজকে ফ্রিজ রাখে এই গাছ থেকে আমাদের সব খবর পূরণ হয় এছাড়া গাছ থেকেই তৈরি হয় আমাদের জীবন রক্ষা করি ঔষধ এ গাছকে আমাদের রক্ষা করতে হবে তিনি ছাত্র-ছাত্রী উদ্দেশ্যে বলেন তোমাদের যে কাজ দেওয়া হল এটা তোমরা পরিচর্যা করবে এবং তোমরা এসব গাছের থেকে ভিটামিন সি সহ জীবন রক্ষাকরী উপাদান পাওয়া যাবে। শরীর সবল হবে ওসুস্থ থাকবে। শাহজালাল ইসলামী ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক জনাব আরিফ বিল্লাহ বলেন, প্রতিবছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। এছাড়া দেশের গরীব , দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর লেখাপড়াকে এগিয়ে নিতে আর্থিক সহায়তা দিয়ে থাকি। যাতে তারা লেখাপড়া শেষ করে সমাজে সমাজে প্রতিষ্ঠিত হয় এবং সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাল ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ সোলাইমান, আড়ানী শাখার ব্যবস্থাপক ফজলে রাব্বি ও চাপাই নবাবগঞ্জ শাখার উপ-পরিচালক কামরুজ্জামান। এছাড়া এটি বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাবিদ অবঃ থানা শিক্ষা অফিসার মোঃ নাইমুল হক ও প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন প্রমূখ। আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে 6 শত হল ঔষধি গাছ বিতরণ করা হয়।
শিবগঞ্জে শাজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
-
মোঃ জালাল উদ্দীন
- আপডেট সময় ০২:৪৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- ১৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত