হাটহাজারী, চট্টগ্রাম, (প্রতিনিধি) :
হাটহাজারীর ফতেয়াবাদ রেল লাইনের পশ্চিমে বালুর টালের সংলগ্ন উত্তর পার্শ্বে ওয়াসার পরিত্যক্ত পাহাড়ে একটি একনলা দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কামরুল ইসলাম প্রকাশ মনিরুল মনি প্রকাশ মহিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
রবিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাটহাজারী মডেল থানাধীন দক্ষিন পাহাড়তলী সিটি কর্পোরেশন এর ফতেয়াবাদ রেল লাইনের পশ্চিমে বালুর টালের সংলগ্ন উত্তর পার্শ্বে ওয়াসার পরিত্যক্ত পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত কামরুল ইসলাম প্রকাশ মনিরুল প্রঃ মনি প্রঃ মহিন (৫২)১নং ওয়ার্ড, দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ফতেয়াবাদ এলাকার মমতাজ সর্দারের পুত্র।
থানা সূত্রে জানা যায়, হাটহাজারী মডেল থানাধীন দক্ষিন পাহাড়তলী সিটি কর্পোরেশন এর ফতেয়াবাদ রেল লাইনের পশ্চিমে বালুর টালের সংলগ্ন উত্তর পার্শ্বে ওয়াসার পরিত্যক্ত পাহাড়ে ধৃত আসামী কামরুল ইসলাম প্রকাশ মনিরুল প্রঃ মনি প্রঃ মহিন এর একচালা উত্তর পার্শ্বের টিনের ঘরের ভিতর।এসময় ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ৩টি কার্তুজ, ৫১ পিস ইয়াবা, ১টি লোহার ছেনি, ১টি দা, ১টি ধারলো টিপ ছুরি, ৩টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার এসআই রুপন নাথ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার স্যার এবং ওসি স্যারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে হাটহাজারী মডেল থানাধীন দক্ষিন পাহাড়তলী সিটি কর্পোরেশন এর ফতেয়াবাদ রেল লাইনের পশ্চিমে বালুর টালের সংলগ্ন উত্তর পার্শ্বে ওয়াসার পরিত্যক্ত পাহাড়ে ধৃত আসামী কামরুল ইসলাম প্রকাশ মনিরুল প্রঃ মনি প্রঃ মহিন এর একচালা টিনের সংলগ্ন দক্ষিন পার্শ্বে পাহাড় ১টি দেশীয় তৈরী দোনালা বন্দুক সহ আটক করা হয়।
এস আই রুপণ বলেন,আসামীকে তাৎক্ষনিক জিজ্ঞাসা করিলে তাহার দেওয়া তথ্যমতে ১ম ঘটনাস্থল সংলগ্ন উপরোক্ত ২য় ঘটনাস্থল তাহার বসত গৃহের নিকট পৌছামাত্র তাহার কথিত স্ত্রী বৃষ্টি আকতার (৩২), কর্তৃক তাহার বসত গৃহে ফেলে যাওয়া নীল রংয়ের জীপার প্যাকেট ইয়াবা ট্যাবলেট ফেলে দিয়ে দৌড়াইয়া পালাইয়া যায় তাকে গ্রেফতারের লক্ষ্যে আমার সঙ্গীয় অফিসার ফোর্সগণ চেষ্টা করে কিন্তু ঘটনাস্থলের আশপাশে গভীর ঝোপজঙ্গল পাহাড়ী এলাকা হওয়ায় সহজে আতত্মগোপন করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু হয়।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু কাউসার মাহমুদ সত্যতা স্বীকার করেন |