গাইবান্ধা প্রতিনিধিঃ-
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গাইবান্ধার বিএনপিতে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে জেলা বিএনপিতে দুধের মাছিরা ভিড় করছে। তারা নিজেদের প্রভাব বলয় তৈরি করতে এবং দলকে গুছিয়ে তোলার নামে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ফলে ফ্যাসিস্ট সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা বর্তমানে কোণঠাসা অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের নেতাকর্মীরা।
দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন এবং নানাভাবে নির্যাতিত হয়েছেন, তাদের অনেককেই পাশ কাটিয়ে বোয়ালি ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে ওয়ার্ড কমিটিগুলোতে আওয়ামী দোসরদের জায়গা করে দেয়ার পাঁয়তারা চলছে অভিযোগ তুলে ৩ আগস্টের ইউনিয়ন সম্মেলন স্থগিতের দাবি জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বোয়ালি ইউনিয়ন বিএনপির আহŸায়ক মিজানুর রহমান খান বলেন, গত ১৮ জানুয়ারি দলের গাইবান্ধা সদর থানা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আজাদ মন্ডল ও সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন বোয়ালি ইউনিয়ন বিএনপির কমিটির অনুমোদন দেন। কিন্তু গত ২১ জুলাই গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল ইউনিয়ন কমিটি বলবৎ থাকার পরও সম্পূর্ণ বে-আইনীভাবে ও দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে দেন এবং এখতিয়ার বহির্ভূতভাবে ২৬ জুলাই পুনরায় একটি নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশ করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান একই তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
সংবাদ সম্মেলন থেকে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ২১ জুলাই গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি, ২৬ জুলাই নির্বাচন পরিচালনা কমিটি এবং নির্বাচনী তফসিল বাতিল করার দাবি জানানো হয়। সেইসাথে আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য বোয়ালি ইউনিয়ন বিএনপির সম্মেলনের সকল কার্যক্রম স্থগিত এবং দলের ইউনিয়ন আহবায়কের তত্ত¡াবধানে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠনের দাবি করে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেজওয়ানুর বাজিত খান, মোখলেছুর রহমান, হারুন অর রশিদ, নুরুল ইসলাম, আব্দুল লতিফ, মো. মজনু মিয়া, জহুরুল হক জুয়েল, শাহাদত হোসেন, রাশেদুজ্জামান, নুর আলম সিদ্দিক প্রমূখ।
এব্যাপারে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী বোয়ালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে এবং সে অনুযায়ী সম্মেলনের প্রক্রিয়া চলমান রয়েছে।
আওয়ামী দোসরদের নিয়ে ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিত চান ত্যাগী নেতাকর্মীরা
-
নুরুল ইসলাম
- আপডেট সময় ০২:৪৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- ১৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত