ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অসম্পূর্ণ”- নজরুল ইসলাম খান।

  • মোঃ আবু তৈয়ব
  • আপডেট সময় ০৭:৩৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “আগামী দিনে যদি মহান আল্লাহ তায়ালা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে সকলের পরামর্শ ও সহযোগিতার প্রয়োজন হবে। আমরা বিশ্বাস করি, আলেমসমাজ ও সকলের দিকনির্দেশনা ও দোয়া ছাড়া দেশকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব নয়।”

শুক্রবার (১ আগস্ট ) সকালে তিনি ও বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্য জনাব সালা উদ্দিন আহমেদ চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তারা আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর কবর জিয়ারত করেন।

সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা শেষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান আরও বলেন, “দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অসম্পূর্ণ। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া সব মত ও শ্রেণির মানুষকে নিয়ে কাজ করেছেন। আমরাও সেই নীতিতে বিশ্বাসী। সবচেয়ে বেশি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছে বিএনপি, তবুও আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা আল্লামা শফী ও বাবুনগরী হুজুরের কবর জিয়ারত করতে এসেছি। ২০১৩ সালের শাপলা চত্বরে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আজকের আলোচনায় বর্তমান নেতৃত্বের সাথেও আমাদের মতবিনিময় হয়েছে। জুলাই সনদ নিয়েও কথা হয়েছে।”তিনি আরো বলেন জুলাই সনদের ৮২৬ টি প্রস্তাবনার মধ্যে ৫১ টি বাদে বাকি সবগুলোতে এক মত হয়েছি,১১৫ টিতে ভিন্ন মতামত ও আমাদের মতামত দিয়ে পেশ করেছি।
জুলাই সনদ বাস্তবায়নে যা যা করা প্রয়োজন তাতে আমরা প্রতিশ্রুতি দিয়েছি।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শ্যামনগর উপকূলীয় এলাকায় ভাঙ্গন,জনজীবনে দুর্ভোগ,যাত্রী ছাউনীর দাবি।

“দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অসম্পূর্ণ”- নজরুল ইসলাম খান।

আপডেট সময় ০৭:৩৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “আগামী দিনে যদি মহান আল্লাহ তায়ালা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে সকলের পরামর্শ ও সহযোগিতার প্রয়োজন হবে। আমরা বিশ্বাস করি, আলেমসমাজ ও সকলের দিকনির্দেশনা ও দোয়া ছাড়া দেশকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব নয়।”

শুক্রবার (১ আগস্ট ) সকালে তিনি ও বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্য জনাব সালা উদ্দিন আহমেদ চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তারা আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর কবর জিয়ারত করেন।

সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা শেষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান আরও বলেন, “দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অসম্পূর্ণ। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া সব মত ও শ্রেণির মানুষকে নিয়ে কাজ করেছেন। আমরাও সেই নীতিতে বিশ্বাসী। সবচেয়ে বেশি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছে বিএনপি, তবুও আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা আল্লামা শফী ও বাবুনগরী হুজুরের কবর জিয়ারত করতে এসেছি। ২০১৩ সালের শাপলা চত্বরে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আজকের আলোচনায় বর্তমান নেতৃত্বের সাথেও আমাদের মতবিনিময় হয়েছে। জুলাই সনদ নিয়েও কথা হয়েছে।”তিনি আরো বলেন জুলাই সনদের ৮২৬ টি প্রস্তাবনার মধ্যে ৫১ টি বাদে বাকি সবগুলোতে এক মত হয়েছি,১১৫ টিতে ভিন্ন মতামত ও আমাদের মতামত দিয়ে পেশ করেছি।
জুলাই সনদ বাস্তবায়নে যা যা করা প্রয়োজন তাতে আমরা প্রতিশ্রুতি দিয়েছি।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471