ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার

  • জন পৌল সরেন
  • আপডেট সময় ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ফটো সাংবাদিক , রাজশাহী :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় “কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ঝিলিম ইউনিয়নের বাবুডাইং বিল বৈল্ঠা আদিবাসী আদর্শ বে-সরকারি বিদ্যালয়ে এই লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের উদ্বোধন করা হয়। উই-কলিফ ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সাঁওতাল ফ্রেন্ডস আয়োজনে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুয়েশন (এনজিআর)। এনজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অস্ট্রেলিয়ার পরিদর্শক এলিজাবেথ বাকের ও ড্যানিয়েল বাকের এবং রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, এনজিআর এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম। এসময় আরো উপস্থিত ছিলেন, ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য শওকতারা বেগম (সুইটি), বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল সহ কোল সম্পদের লোকজন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তবে স্টেফান সরেন বলেন, আমরা কোল কমিউনিটির জন্য কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করছি। আমরা(এনজিআর) সবসময় চিন্তা করি কোল সম্প্রদায়ের জন্য। যে আগামীতে এই কোল কমিউনিটি যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, উঠে দাড়াতে পারে, তাদের অধিকারের কথা বলতে পারে, নিজের কথা বলতে পারে। এটা আমাদের স্বপ্ন ছিল। আগামীতে আমাদের আরো পরিকল্পনা আছে।

তিনি আরো বলেন, এই লাইব্রেরীতে বই থাকবে। আমাদের স্বার্থকতা তখনি আসবে যখন এই কোল কমিউনিটির সদস্যরা লাইব্রেরীর বই গুলো পড়বে, জানবে, শিখবে। শুধু লাইব্রেরীতে বই সাজানো থাকলে হবে না। সেই বিদ্যাগুলো যখন মস্তিস্কে ধারণ করবে, সেইদিনই আমাদের স্বার্থকতা আসবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শ্যামনগর উপকূলীয় এলাকায় ভাঙ্গন,জনজীবনে দুর্ভোগ,যাত্রী ছাউনীর দাবি।

বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার

আপডেট সময় ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

ফটো সাংবাদিক , রাজশাহী :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় “কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ঝিলিম ইউনিয়নের বাবুডাইং বিল বৈল্ঠা আদিবাসী আদর্শ বে-সরকারি বিদ্যালয়ে এই লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের উদ্বোধন করা হয়। উই-কলিফ ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সাঁওতাল ফ্রেন্ডস আয়োজনে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুয়েশন (এনজিআর)। এনজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অস্ট্রেলিয়ার পরিদর্শক এলিজাবেথ বাকের ও ড্যানিয়েল বাকের এবং রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, এনজিআর এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম। এসময় আরো উপস্থিত ছিলেন, ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য শওকতারা বেগম (সুইটি), বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল সহ কোল সম্পদের লোকজন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তবে স্টেফান সরেন বলেন, আমরা কোল কমিউনিটির জন্য কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করছি। আমরা(এনজিআর) সবসময় চিন্তা করি কোল সম্প্রদায়ের জন্য। যে আগামীতে এই কোল কমিউনিটি যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, উঠে দাড়াতে পারে, তাদের অধিকারের কথা বলতে পারে, নিজের কথা বলতে পারে। এটা আমাদের স্বপ্ন ছিল। আগামীতে আমাদের আরো পরিকল্পনা আছে।

তিনি আরো বলেন, এই লাইব্রেরীতে বই থাকবে। আমাদের স্বার্থকতা তখনি আসবে যখন এই কোল কমিউনিটির সদস্যরা লাইব্রেরীর বই গুলো পড়বে, জানবে, শিখবে। শুধু লাইব্রেরীতে বই সাজানো থাকলে হবে না। সেই বিদ্যাগুলো যখন মস্তিস্কে ধারণ করবে, সেইদিনই আমাদের স্বার্থকতা আসবে।