চট্টগ্রাম সিটি প্রতিনিধি :
আয়োজনে: আলকেমী সায়েন্স ক্লাব, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
আজ সরকারি সিটি কলেজ, চট্টগ্রামের ইন্টার ২য় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে “ক্যারিয়ার গাইডলাইন ও সায়েন্স অলিম্পিয়াড – ২০২৫” এর পুরস্কার বিতরণী এবং আলোচনা সভার আয়োজন করে আলকেমী সায়েন্স ক্লাব
🔬 সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর পুরস্কার বিতরণ, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি গাইডলাইন, এবং উপহার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও শিক্ষণীয়।
🩺 মেডিকেল ভর্তি গাইডলাইন প্রদান করেন ডা. আমিনুল ইসলাম (এমবিবিএস, চট্টগ্রাম মেডিকেল কলেজ)
🛠️ ইঞ্জিনিয়ারিং ভর্তি গাইডলাইন তুলে ধরেন ইঞ্জিনিয়ার সাকিব বিন ইউসুফ (চুয়েট)
🎤 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
জনাব রাকিবুল ইসলাম (উপদেষ্টা), মুহাম্মদ ইয়াসিন, হামেদ হাসান মিশকাত, মাহমুদ বিন শব্বির ও দেলোয়ার হোসেন।
👕 উপস্থিত সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট ও বিজ্ঞান সাময়িকী বিতরণ করা হয়।
🍽️ পরিশেষে নাস্তা পরিবেশন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
📸 স্মৃতিময় এক মূহুর্ত, ভবিষ্যতের বিজ্ঞানীর জন্য একটি নতুন অনুপ্রেরণা!