যশোর জেলা প্রতিনিধিঃ
৩৬ শে জুলাই ৫ ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগষ্ট ২০২৫ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় শার্শা উপজেলার নাভারণ বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা মোড়ে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই বিজয় র্যালীতে ১১ টি ইউনিয়ন থেকে
বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দলে দলে অংশ গ্রহণ করেন।
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যর্থনা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির, যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজোহা সেলিম ও সদস্য সচিব মোঃ ইমদাদুল হক।
এছাড়াও র্যালিতে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন আশা, কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মোঃ চয়ন, সদস্য সচিব সবুজ এবং শ্রমিক দলের নেতা আব্দুল হান্নানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উপজেলা বিএনপি নেতারা বলেন আজ ঐতিহাসিক ২০২৪ সালের ৫ ই আগস্ট ইতিহাসে বীরত্বগাথা দিন,এই দিন ছাত্র – জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ছিলো।
আরও বলেন, আজ স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর দিন’ আপনার আমার খুশির দিন’ এবং যে সকল ব্যক্তিগণ ও শিশুগন শহীদ হয়েছেন,তাদের আত্মার মাগফেরাত কামনা করি যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন,বিনা কারণে কারাগারে ছিলেন, সকলের জন্য দোয়া ও মহান আল্লাহর রহমত কামনা করি।