উখিয়া উপজেলা প্রতিনিধি।
“বৃক্ষরোপণ করে বাংলাদেশকে বাঁচান, নিজেকেও বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় উপজেলাব্যাপী বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী।
১৮ আগষ্ট (সোমবার) সকালে উখিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা করা প্রতিটি মানুষের দায়িত্ব। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সবারই উচিত বাড়ির আঙিনায়, পতিত জমি এবং প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত একটি করে গাছ লাগানো।
তিনি আরও বলেন, বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে বৃক্ষরোপণ অপরিহার্য। তাই আসুন, আমরা সবাই বৃক্ষরোপণ করি, দেশকে বাঁচাই, নিজেদেরও বাঁচাই।
শাহজাহান চৌধুরী আরও বলেন, উখিয়া কলেজে একটি আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে, যেখানে শিক্ষার্থীরা উন্নত জ্ঞান অর্জনের সুযোগ পাবে।
কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহা আলম, অধ্যাপক সৈয়দ আকবর, নবী হোসেন, গিয়াস উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।