ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

১৮ আগস্ট সোমবার জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে।
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অতিথিরা।
এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন অবদান রাখায় মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, আমাদের প্রতিপাদ্যের মধ্যে যে অভয়াশ্রম এর কথা বলা হয়েছে, তা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে গড়ে উঠা জলাশয়গুলোতে মাছ চাষ করা এবং মাছ চাষের জন্য নিরাপদ রাখা। নদী, খালসহ জলাশয়গুলো মাছ চাষের জন্য এখনো আমরা নিরাপদ করতে পারছি না। আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হই, অভয়াশ্রমগুলোকে আমরা যত্ন করবো।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে নির্ধারিত অভয়াশ্রম আছে। সেটি হচ্ছে মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনায় জাটকা এবং অক্টোবর মাসে মা ইলিশ রক্ষা করবো। এই দুটি সময়ে চাঁদপুরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চলভৈরবী পর্যন্ত মা ইলিশ অন্যান্য প্রজাতির মাছ নিরাপদ থাকার সুযোগ করে দিতে হবে।
তিনি অভিভাকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান বেড়ে উঠার জন্য খাদ্য প্রয়োজন। খাদ্যের মধ্যে একটি রয়েছে আমিষ। আমিষ আমরা শাক সব্জির মধ্যে পেলেও পরিমাণ খুবই কম। আমিষ সবচাইতে বেশি পাওয়া যা মাছের মধ্যে। যে কারণে আমাদেরকে ইলিশ ছাড়া দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে আরো উদ্যোগ ও আগ্রহ বাড়াতে হবে।
স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর অধ্যক্ষ বাবুল কৃষ্ণ ওঝা।
পুরস্কার প্রাপ্ত মৎস্য চাষীরা হলেন-মনোসেক্স তেলাপিয়া চাষী কচুয়া উপজেলার আকতার হোসেন, রুই জাতীয় মাছ উৎপাদনে সদরের জিএম ফারুক, মনোসেক্স তেলাপিয়া ও শিং মাগুর উৎপাদনে মতলব দক্ষিণ উপজেলার মো. মাইনুদ্দিন, কৈ মাছ উৎপাদনে হাজীগঞ্জ উপজেলা মো. হাবিবুর রহমান, কার্প ও মনোসেক্স তেলাপিয়া উৎপদনে শাহরাস্তি উপজেলার মো. হুমায়ুন কবির, রুই জাতীয় মাছ উৎপাদনে মতলব উত্তর উপজেলার মো. মোশারফ হোসেন।
আলোচনা সভা শেষে সফল ছয় মৎস্যচাষীর হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে মৎস্যচাষী, জেলে, জেলে সংগঠনের নেতারাসহ সুধীজন অংশগ্রহন করেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধি

আপডেট সময় ০৪:৩৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

১৮ আগস্ট সোমবার জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে।
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অতিথিরা।
এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন অবদান রাখায় মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, আমাদের প্রতিপাদ্যের মধ্যে যে অভয়াশ্রম এর কথা বলা হয়েছে, তা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে গড়ে উঠা জলাশয়গুলোতে মাছ চাষ করা এবং মাছ চাষের জন্য নিরাপদ রাখা। নদী, খালসহ জলাশয়গুলো মাছ চাষের জন্য এখনো আমরা নিরাপদ করতে পারছি না। আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হই, অভয়াশ্রমগুলোকে আমরা যত্ন করবো।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে নির্ধারিত অভয়াশ্রম আছে। সেটি হচ্ছে মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনায় জাটকা এবং অক্টোবর মাসে মা ইলিশ রক্ষা করবো। এই দুটি সময়ে চাঁদপুরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চলভৈরবী পর্যন্ত মা ইলিশ অন্যান্য প্রজাতির মাছ নিরাপদ থাকার সুযোগ করে দিতে হবে।
তিনি অভিভাকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান বেড়ে উঠার জন্য খাদ্য প্রয়োজন। খাদ্যের মধ্যে একটি রয়েছে আমিষ। আমিষ আমরা শাক সব্জির মধ্যে পেলেও পরিমাণ খুবই কম। আমিষ সবচাইতে বেশি পাওয়া যা মাছের মধ্যে। যে কারণে আমাদেরকে ইলিশ ছাড়া দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে আরো উদ্যোগ ও আগ্রহ বাড়াতে হবে।
স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর অধ্যক্ষ বাবুল কৃষ্ণ ওঝা।
পুরস্কার প্রাপ্ত মৎস্য চাষীরা হলেন-মনোসেক্স তেলাপিয়া চাষী কচুয়া উপজেলার আকতার হোসেন, রুই জাতীয় মাছ উৎপাদনে সদরের জিএম ফারুক, মনোসেক্স তেলাপিয়া ও শিং মাগুর উৎপাদনে মতলব দক্ষিণ উপজেলার মো. মাইনুদ্দিন, কৈ মাছ উৎপাদনে হাজীগঞ্জ উপজেলা মো. হাবিবুর রহমান, কার্প ও মনোসেক্স তেলাপিয়া উৎপদনে শাহরাস্তি উপজেলার মো. হুমায়ুন কবির, রুই জাতীয় মাছ উৎপাদনে মতলব উত্তর উপজেলার মো. মোশারফ হোসেন।
আলোচনা সভা শেষে সফল ছয় মৎস্যচাষীর হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে মৎস্যচাষী, জেলে, জেলে সংগঠনের নেতারাসহ সুধীজন অংশগ্রহন করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471