সিলেট, গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
নবগঠিত কমিটির নেতৃত্বে জেলা আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবকে অভিনন্দন জানাতে আয়োজিত এই আনন্দ মিছিল গোয়াইনঘাট শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সবজি বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা জাসাসের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রবসহ নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ। এ সময় তারা সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, সম্প্রতি ঘোষিত কমিটিতে মনজুর আহমদকে সভাপতি ও আব্দুর রবকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নবনির্বাচিত নেতারা ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক অঙ্গন ও সংগঠনের কার্যক্রম বিস্তারের ঘোষণা দেন।