আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর পাংশায় পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অতুল সরদার ও হাবাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে পাংশা থানা পুলিশ অভিযানে চালিয়ে পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র অতুর সরদার ও হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলিমকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগকে নিজ নিজ এলাকায় দল গোছাতে কাজ করছিলেন। তাদের বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাদের আদালতে প্রেরণ করা হবে।