ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের টানে চীনা যূবক বাংলাদেশে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি

,প্রেম মানে না কোন বাধা,

প্রেমের টানে সুদূর চীন থেকে এসে রাজবাড়ীর তরুণীকে বিয়ে করেছেন এক যুবক। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করছেন।

জানা গেছে, এক বছর আগে চীনের সোশ্যাল মিডিয়া লিটল রেড বুকে রাজবাড়ীর তরুণী মোছা. রুমা খাতুন (২১) সঙ্গে পরিচয় হয় চীনের নাগরিক ঝং কেজুনের (৪৬)। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে নতুন মাত্রা দিতে চীন থেকে বাংলাদেশে আসেন ঝং কেজুন। রাজবাড়ীতে এসেই পরিবারের সবাইকে রাজি করে বিয়ে করেছেন। গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিক থেকে বিয়ে করে রুমা খাতুনের বাড়িতে অবস্থান করছেন তিনি।

নোটারি পাবলিক সূত্রে জানা গেছে, চীনে গুয়াংসি লিউঝো শহরের বাসিন্দা ঝং কেজুন। পেশায় তিনি চাকরিজীবী। গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের অটোচালক বাবু খানের মেয়ে মোছা. রুমা খাতুনকে। পড়ে মসজিদের ইমামের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় তাদের।

রুমা খাতুনের বাবা বাবু খান বলেন, ‌‘আমি এ বিয়েতে রাজি ছিলাম না। পরে জামাইদের ও পরিবারের লোকদের ওপর ছেড়ে দেই। মেয়ে রাজি থাকায় বিয়ে হয়েছে। এখন আমার বাড়িতেই রয়েছে। আমাকে জানিয়েছে মেয়েকে চীনে নিয়ে যাবে।’

রুমা খাতুন বলেন, ‘আমি এসএসসি পাশ করার পর আর পড়ালেখা করা হয়নি। এক বছর আগে লিটল রেড বুকে পরিচয় হয়। পরিচয়ের পর তার সঙ্গে চেনাজানা ও বিয়ের জন্য দুজন রাজি হই। পরে ঝং কেজুন বাংলাদেশে আসে। আমার বাড়িতে আসার পর পরিবার রাজি না হওয়ায় ফরিদপুরে চলে যায়। পরে সবাই রাজি হলে সে আবার ২ সেপ্টেম্বর আসে। পরে কোর্টে বিয়ে করি। এরপর আমরা সংসার করছি। সে আমাকে চীনে নিয়ে যাবে। আমি সবার কাছে দোয়া কামনা করি।’

ঝং কেজুনের সঙ্গে কথা বলতে চাইলে সে কথা বলতে রাজি হয়নি।

স্থানীয়রা বলেন, চীনের এক যুবক এসে বিয়ে করে সংসার করছে। প্রতিদিনই মানুষ দেখতে আসছে। এখনো এলাকায় সেভাবে মানুষ জানে না। তবে দিন যাচ্ছে লোকজনের ভিড় বাড়ছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বাঁশখালী সরকারি আলাওল কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক

প্রেমের টানে চীনা যূবক বাংলাদেশে

আপডেট সময় ০৯:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি

,প্রেম মানে না কোন বাধা,

প্রেমের টানে সুদূর চীন থেকে এসে রাজবাড়ীর তরুণীকে বিয়ে করেছেন এক যুবক। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করছেন।

জানা গেছে, এক বছর আগে চীনের সোশ্যাল মিডিয়া লিটল রেড বুকে রাজবাড়ীর তরুণী মোছা. রুমা খাতুন (২১) সঙ্গে পরিচয় হয় চীনের নাগরিক ঝং কেজুনের (৪৬)। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে নতুন মাত্রা দিতে চীন থেকে বাংলাদেশে আসেন ঝং কেজুন। রাজবাড়ীতে এসেই পরিবারের সবাইকে রাজি করে বিয়ে করেছেন। গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিক থেকে বিয়ে করে রুমা খাতুনের বাড়িতে অবস্থান করছেন তিনি।

নোটারি পাবলিক সূত্রে জানা গেছে, চীনে গুয়াংসি লিউঝো শহরের বাসিন্দা ঝং কেজুন। পেশায় তিনি চাকরিজীবী। গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের অটোচালক বাবু খানের মেয়ে মোছা. রুমা খাতুনকে। পড়ে মসজিদের ইমামের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় তাদের।

রুমা খাতুনের বাবা বাবু খান বলেন, ‌‘আমি এ বিয়েতে রাজি ছিলাম না। পরে জামাইদের ও পরিবারের লোকদের ওপর ছেড়ে দেই। মেয়ে রাজি থাকায় বিয়ে হয়েছে। এখন আমার বাড়িতেই রয়েছে। আমাকে জানিয়েছে মেয়েকে চীনে নিয়ে যাবে।’

রুমা খাতুন বলেন, ‘আমি এসএসসি পাশ করার পর আর পড়ালেখা করা হয়নি। এক বছর আগে লিটল রেড বুকে পরিচয় হয়। পরিচয়ের পর তার সঙ্গে চেনাজানা ও বিয়ের জন্য দুজন রাজি হই। পরে ঝং কেজুন বাংলাদেশে আসে। আমার বাড়িতে আসার পর পরিবার রাজি না হওয়ায় ফরিদপুরে চলে যায়। পরে সবাই রাজি হলে সে আবার ২ সেপ্টেম্বর আসে। পরে কোর্টে বিয়ে করি। এরপর আমরা সংসার করছি। সে আমাকে চীনে নিয়ে যাবে। আমি সবার কাছে দোয়া কামনা করি।’

ঝং কেজুনের সঙ্গে কথা বলতে চাইলে সে কথা বলতে রাজি হয়নি।

স্থানীয়রা বলেন, চীনের এক যুবক এসে বিয়ে করে সংসার করছে। প্রতিদিনই মানুষ দেখতে আসছে। এখনো এলাকায় সেভাবে মানুষ জানে না। তবে দিন যাচ্ছে লোকজনের ভিড় বাড়ছে।