মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি):
চট্টগ্রামের হাটহাজারীতে কিশোরগ্যাংয়ের বেধড়ক পিটুনিতে মো. তানভীর (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড় টার দিকে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত তানভীর পৌর সদর ১ নং ওয়ার্ডের মুন্সিপাড়া সুলতান আহম্মদ বাড়ীর প্রবাসী আব্দুল বারেকের ছেলে। সে ওই এলাকার আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান। তিনি জানান, মঙ্গলবার স্কুলে কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট বিবাধ মেটানোর কারণে একপক্ষ ক্ষুব্ধ হয়ে দুপুরে তানভীরের উপর হামলা করে।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনা সত্যতা স্বীকার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারী থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।