মোঃ আবু তৈয়ব,হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অপি দাশ চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের অনুসারী বলে জানাগেছে।
ঘটনায় অভিযান চালিয়ে রাতে মো.আফসার উদ্দীন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আফসার উদ্দীন কক্সবাজার সদরের পানখালী এলাকার কবির আহম্মদের পুত্র। সে সুজন কলোনিতে বসবাস করে আসছে বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, হত্যাকাণ্ড চালিয়ে আফসার নিজেও জখম হয়েছে। সে গোপনে ওই এলাকার ফতেয়াবাদ ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিল, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজীজের নেতৃত্বে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।