নয়ন হোসেন
ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-২ আসনে (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল আংশিক) আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম। তিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবার সঙ্গে জড়িত ডা. আব্দুস সালাম রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেন এবং সংগঠনের সুনাম ধরে রাখেন তার যোগ্য নেতৃত্বে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডা. সালাম তার নির্বাচনী এলাকায় দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। অসংখ্য অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন এবং আর্থিকভাবে সহায়তা করেছেন অসচ্ছল পরিবারগুলোকে। এছাড়াও তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও দাতব্য প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছেন। এসব মানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে তিনি ইতোমধ্যে “আশার প্রদীপ” হিসেবে পরিচিতি পেয়েছেন।
ডা. আব্দুস সালাম বলেন, “দুর্গাপূজার সময় আমি নির্বাচনী এলাকায় থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি এবং উন্নয়নকল্পে অনুদান দিয়েছি। পরে ঢাকায় ফেরার পর তারেক রহমান সাহেব আমাকে পুনরায় এলাকায় ফিরে এসে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি জনগণের সেবা করার সুযোগ চাই।”
এদিকে, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ডা. আব্দুস সালাম একজন শিক্ষিত, সৎ, সমাজসেবায় নিবেদিত ও ক্লিন ইমেজের প্রার্থী। তিনি যদি দলের মনোনয়ন পান, তাহলে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে বলে তারা বিশ্বাস করেন।
তারেক রহমানের নির্দেশনার পর ডা. সালাম সম্প্রতি নির্বাচনী এলাকায় টানা দুইদিন ব্যাপক মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছেন। তিনি বালিয়াডাঙ্গী, লাহিড়ি, পাড়িয়া, স্কুলহাট, মোড়লহাট, বালিয়া হাট, বাদামবাড়ি হাট, পুলের হাট, কালমেঘ, মিলটেক, পৌকানপুর, হলদিবাড়ি, কাচকালি, ধনিরহাট, চেকপোস্ট, কাউন্সিল, মহারাজা, কাঁঠালডাঙ্গী, হরিপুর, জাদুরানি, বনগাঁও ও আটঘড়িয়া সহ বিভিন্ন হাটবাজারে গণসংযোগ ও পথসভা করেন।
স্থানীয় ভোটারদের একাংশের মতে, এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় নিরলসভাবে কাজ করা ডা. আব্দুস সালাম ঠাকুরগাঁও-২ আসনে পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন।