ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত-শিবিরের হামলায় নয়, যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন হয় ভাইয়ের আঘাতে

অনলাইন ডেস্ক

জামায়াত-শিবিরের হামলায় নয়, যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন হয় ভাইয়ের আঘাতে

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অন্তর্গত রমনা থানার এক যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়েছে। আওয়ামী লীগ ও যুবলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়েছে, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যুবলীগ নেতা শামসুদ্দিনের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই পোস্টে দাবি করা হয়, ‘ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অন্তর্গত রমনা থানার ১৯নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিনকে শিবিরের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তার ডান হাতের কবজি কেটে দিয়েছে। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তবে রিউমার স্ক্যানার বলছে, যুবলীগ নেতা সামস উদ্দিনের ওপর জামায়াতে শিবিরের হামলা হয়নি বরং, পারিবারিক বিরোধের জেরে তার আপন ভাই শাহাব উদ্দিনের দায়ের কোপে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কালবেলার ওয়েবসাইটে গত ০৯ জানুয়ারি “দায়ের কোপে যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বড় শাহাব উদ্দিনের দায়ের কোপে সামস উদ্দিন নামের এক যুবলীগ নেতার হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই বড় ভাইকে গত ৯ জানুয়ারি গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাড়ির জায়গায় সামস উদ্দিন ড্রেন নিষ্কাশনের করতে গেলে বড় ভাই শাহাব উদ্দিন বাধা দেন। এতে তাদের দুই ভাইয়ের বাধা-বিপত্তিতে মারামারি লেগে যায়। একপর্যায়ে বড় ভাইয়ের দায়ের কোপে তার ছোট ভাই যুবলীগ নেতা সামস উদ্দিন হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত যুবলীগ নেতা শামস উদ্দিনকে তৎক্ষণাৎ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া, একই ঘটনা নিয়ে সকালের সময়ে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধি মোসলেম উদ্দিনের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, ‘সামস উদ্দিনের ওপর তার আপন ভাই হামলা করেছে। সে-ও আওয়ামী লীগ করতো, তার ভাইও আওয়ামী লীগের রাজনীতি করতো। জামায়াত-শিবিরের দাবিটি গুজব।

সুতরাং, জামায়াত-শিবিরের হামলায় যুবলীগ নেতা সামসু উদ্দিনের কব্জি বিচ্ছিন্ন হওয়ার দাবিটি মিথ্যা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
২৮ বার পড়া হয়েছে

জামায়াত-শিবিরের হামলায় নয়, যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন হয় ভাইয়ের আঘাতে

আপডেট সময় ০৫:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জামায়াত-শিবিরের হামলায় নয়, যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন হয় ভাইয়ের আঘাতে

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অন্তর্গত রমনা থানার এক যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়েছে। আওয়ামী লীগ ও যুবলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়েছে, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যুবলীগ নেতা শামসুদ্দিনের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই পোস্টে দাবি করা হয়, ‘ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অন্তর্গত রমনা থানার ১৯নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিনকে শিবিরের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তার ডান হাতের কবজি কেটে দিয়েছে। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তবে রিউমার স্ক্যানার বলছে, যুবলীগ নেতা সামস উদ্দিনের ওপর জামায়াতে শিবিরের হামলা হয়নি বরং, পারিবারিক বিরোধের জেরে তার আপন ভাই শাহাব উদ্দিনের দায়ের কোপে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কালবেলার ওয়েবসাইটে গত ০৯ জানুয়ারি “দায়ের কোপে যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বড় শাহাব উদ্দিনের দায়ের কোপে সামস উদ্দিন নামের এক যুবলীগ নেতার হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই বড় ভাইকে গত ৯ জানুয়ারি গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাড়ির জায়গায় সামস উদ্দিন ড্রেন নিষ্কাশনের করতে গেলে বড় ভাই শাহাব উদ্দিন বাধা দেন। এতে তাদের দুই ভাইয়ের বাধা-বিপত্তিতে মারামারি লেগে যায়। একপর্যায়ে বড় ভাইয়ের দায়ের কোপে তার ছোট ভাই যুবলীগ নেতা সামস উদ্দিন হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত যুবলীগ নেতা শামস উদ্দিনকে তৎক্ষণাৎ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া, একই ঘটনা নিয়ে সকালের সময়ে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধি মোসলেম উদ্দিনের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, ‘সামস উদ্দিনের ওপর তার আপন ভাই হামলা করেছে। সে-ও আওয়ামী লীগ করতো, তার ভাইও আওয়ামী লীগের রাজনীতি করতো। জামায়াত-শিবিরের দাবিটি গুজব।

সুতরাং, জামায়াত-শিবিরের হামলায় যুবলীগ নেতা সামসু উদ্দিনের কব্জি বিচ্ছিন্ন হওয়ার দাবিটি মিথ্যা।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471