সাভার, ঢাকা: সাভারে পুলিশের বিশেষ অভিযানে নারী ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
রবিবার (২৫ মে) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে ছিনতাই, মলম পার্টি ও অন্যান্য অপরাধ ঠেকাতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ছিনতাইয়ের মামলায় ৬ জন নারীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও বাসে অভিযান চালিয়ে ৫ জন পকেটমারকে আটক করা হয়, এ সময় তাদের কাছ থেকে ১২টি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্য এক অভিযানে অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চোরাই গাড়ি সংক্রান্ত অপর এক ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়, যারা বৈষম্যবিরোধী অপরাধের সঙ্গেও জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সকল অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
পুলিশ জানায়, ঈদকে ঘিরে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।