রাজশাহীতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং নারী ও জেন্ডার বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ এফজিডি (ফোকাস গ্রুপ ডিসকাশন) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ জুন (মঙ্গলবার) বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠন লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) এর কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।এতে সহযোগিতা করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)। আলোচনায় লফসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রকল্পের উপকারভোগী সদস্য এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ২৫ জন অংশগ্রহণ করেন। এফজিডিতে আলোচকরা বলেন, বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত নারীদের ও জেন্ডার বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর জন্য বৈষম্যের নতুন মাত্রা তৈরি করেছে।ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, জীবিকা হারানো এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি এসব জনগোষ্ঠীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে প্রান্তিক নারীরা এবং লিঙ্গ বৈচিত্র্যসম্পন্ন মানুষরা কৃষি, পানি সংগ্রহ ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল জীবিকা পরিচালনার কারণে দ্বিগুণ ঝুঁকিতে পড়ছেন।এছাড়া সমাজে প্রচলিত পিতৃতান্ত্রিক কাঠামোর কারণে তারা সম্পদে অধিকার, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষার ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে মত দেন অংশগ্রহণকারীরা। আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু ন্যায্যতা (ক্লাইমেট জাস্টিস) এবং লিঙ্গ ন্যায্যতা (জেন্ডার জাস্টিস) বিষয়ক চ্যালেঞ্জগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।তাই এই দুটি কাঠামোকে সমন্বিতভাবে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। এফজিডিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রিইব-এর প্রকল্প সমন্বয়কারী ও পরিচালক সুরাইয়া বেগম, লফস-এর সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন, এবং রিইব-এর ডকুমেন্টেশন ও ট্রেনিং অফিসার নাভিদ আঞ্জুম হাসান। সভা শেষে অংশগ্রহণকারীদের মতামতের আলোকে পরবর্তী কার্যক্রম নির্ধারণে সুপারিশ প্রণয়ন করা হয়।
জলবায়ু ঝুঁকি ও জেন্ডার বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়নে লফস-রিইব এফজিডি অনুষ্ঠিত
-
রাজশাহী প্রতিনিধি :
- আপডেট সময় ০৯:৩৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- ৩৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত