ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চাকমা পাড়া গ্রামে প্রধান সড়কের বেহাল দশায় ভোগান্তি পোহাচ্ছেন তিন গ্রামের শত শত মানুষ। দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে থাকা এ রাস্তাটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার দুই পাশ মাটি দিয়ে উঁচু করায় মাঝের চলাচলের পথ সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফলে স্কুলগামী শিশু, বৃদ্ধ, রোগী ও সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে বর্ষাকালে কাঁদামাটি আর জলাবদ্ধতার কারণে পথচলা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এই রাস্তা ব্যবহার করে চাকমা পাড়া, সাহানাবাদ এবং পামল—এই তিন গ্রামের কয়েক হাজার মানুষ হাটবাজার, বিদ্যালয়, চিকিৎসাকেন্দ্রসহ নিত্য প্রয়োজনীয় স্থানে যাতায়াত করেন। তবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থী ও রোগী পরিবহনেও মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, “এই রাস্তায় প্রতিদিন শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও চলাফেরা করেন। কিন্তু রাস্তার এমন অবস্থায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে, আর বড় দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাবে।
উপজেলা প্রকৌশল দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি তাদের জানা আছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার কাজ শুরু হবে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যানের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।