নেজাম উদ্দীন বাঁশখালী উপজেলা প্রতিনিধি
বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ২নং ওয়ার্ড হেড পাড়ায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ লেয়াকত আলী চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারে নগদ ৫ হাজার টাকা এবং শাড়ি-লুঙ্গি-এক বস্তা করে চাউল প্রদান করা হয়। এইসময় আরো উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ও শীলকুপ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।