পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিনের সাথে প্রেসক্লাব পাবনার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে প্রেসক্লাব পাবনার হলরুমে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় কালে আবু ওবায়দা শেখ তুহিন প্রেসক্লাবের সার্বিক খোঁজখবর নেন এবং সাংবাদিকদের কাজের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, “একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাংবাদিক, পুলিশ এবং চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সাংবাদিকরা জাতির দর্পণ, সমাজের আয়না।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রেসক্লাব পাবনা এই দায়িত্বশীল ভূমিকা যথাযথভাবে পালন করবে এবং ক্রমাগত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”
মতবিনিময় সভায় প্রেসক্লাব পাবনার সভাপতি সোহেল রানা বিপ্লবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা এবং এলাকার সার্বিক অবস্থা নিয়েও আলোচনা হয়।
সভা শেষে আবু ওবায়দা শেখ তুহিন প্রেসক্লাবের উত্তরোত্তর উন্নতি ও সাংবাদিকদের মঙ্গল কামনা করেন।
পাবনা জেলা প্রতিনিধি
৩০/০৬/২০২৫