ঝালকাঠিতে অভিযান চালিয়ে ১১ পিস ই য়া বা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৫ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ঝালকাঠি সদর থানার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম ব্রিজ সংলগ্ন ‘জাহাঙ্গীর স্টোর’ নামক দোকান থেকে ইয়া বাসহ তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, এসআই মোঃ তারিফুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি ই য়াবা বিক্রির উদ্দেশ্যে দোকানের ভেতরে অবস্থান করছে।
সংবাদ পাওয়ার পর বিকেল ৬টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে ওই দোকান থেকে মোঃ রাসেল তালুকদার (৩২) কে আটক করা হয়। তিনি নবগ্রাম ইউনিয়নের বীরসেনা গ্রামের মোঃ জাহাঙ্গীর তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে রাসেল তালুকদার তার পরনের লুঙ্গির ডান কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো গোলাপি রঙের ১১ পিস ই য়াবা বের করে দিলে তা জব্দ করা হয়। এরপর রাতে আনুষ্ঠানিকভাবে ই য়াবা ট্যাবলেট জব্দ তালিকা করা হয়।
এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মা দ কবিরোধী অভিযান অব্যাহত থাকবে।