শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৯ জুলাই ২০২৫) সকালে শহরের অষ্টমীতলা বাস টার্মিনাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচির আয়োজন করেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত সর্বকনিষ্ঠা প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ রোপণ করা হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো: সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আতাহারুল ইসলাম আতা, সদর থানা যুবদলের আহবায়ক মো পারভেজ মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি মো: হাসেম সিদ্দিক বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: নাঈম হাসান উজ্জ্বল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, “সবুজে বাঁচুক দেশ, সবার আগে বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশ রক্ষায় সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করে যাব।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান। কর্মসূচি শেষে শেরপুরের বিভিন্ন স্থানে গাছ বিতরণও করা হয়।