জেলা প্রতিনিধি :
শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনন্য আয়োজন সম্পন্ন হয়েছে। আজ ২০ জুলাই ২০২৫, রবিবার জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে শহিদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার দ্বিতীয় পর্যায়ের সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি শহিদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্র তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ কল্যাণে প্রশাসনের আন্তরিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,
> “শহিদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাদের রক্তের ঋণ শোধ করা সম্ভব নয়, তবে শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য যেকোনো ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।