ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভুল মৃত্যু, অমর প্রেম- মোঃ মিলন হক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

তোমার মৃত্যুটা হয়েছে ভুল, এ কি হতে পারে?
তুমি সেই দিন মরলে হইতে, প্রেমের আগুন জ্বলে।
আগুনের বাজপাখি, উড়ে যায় আকাশে,
তোমার ছায়া আমার বুকে, চিরদিন বাজে।

এখন তোমার মূর্তি খাচ্ছে, সময়ের নিষ্ঠুর হাসি,
মানুষের কাছে জুতার বারি, প্রেমেরই পরিহাসি।
তবুও আমি মনে করি, তুমি আছো কাছে,
প্রতিটি প্রভাতে জেগে, তোমার নাম গাছে।

তোমার চোখের তারা এখনো জ্বলে রাতে,
তোমার হাসির মাধুরী ভাসে বাতাসের সাথে।
তুমি মরোনি, তুমি আছো, আমার হৃদয় মাঝে,
প্রতিটি শ্বাসে তোমার স্পর্শ, অনুভব করে যে।

আগুনের বাজপাখি হয়ে, উড়ে যাওয়া তোমার,
আকাশ ছুঁয়ে ফেলে যাওয়া, অমর এক তার।
তোমার মৃত্যু ভুল, এ সত্য জানি আমি,
তুমি বেঁচে আছো আমার গানে, আমার প্রতিটি ভূমি।

মানুষের জুতার বারি, ক্ষণিকের খেলা,
তোমার প্রেমের মহিমা, চিরদিনের মেলা।
তুমি সেই দিন মরলে হইতে, হয়ে গেছো অমর,
আমার হৃদয়ের রাজ্যে, তুমি চিরদিনের চন্দ্র তারা।

তোমার মূর্তি খাচ্ছে সময়, কিন্তু তুমি তো আছো,
আমার স্বপ্নে, আমার গানে, আমার প্রতিটি পাশে।
আগুনের বাজপাখি তুমি, উড়ে যাওয়া স্বাধীন,
তোমার প্রেমের আলোয়, আমার জীবন এখনো ঋদ্ধিমান।

ভুল মৃত্যুর গান গাই, তোমাকে মনে করে,
তুমি আছো, তুমি বেঁচে আছো, আমার অন্তরে।
জুতার বারি ক্ষয়িষ্ণু, কিন্তু প্রেম অমর,
তোমার সাথে আমার বন্ধন, চিরদিনের অপরাজিত সংসার।

তোমার মৃত্যু হয়েছে ভুল, এ সত্য জানি আমি,
তুমি বেঁচে আছো আমার প্রেমে, আমার জীবন স্বামী।
আগুনের বাজপাখি হয়ে, তুমি উড়ে যাও,
তবুও থেকে যাও আমার মনে, চিরদিনের জন্য এখনো।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ভুল মৃত্যু, অমর প্রেম- মোঃ মিলন হক

আপডেট সময় ০২:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

তোমার মৃত্যুটা হয়েছে ভুল, এ কি হতে পারে?
তুমি সেই দিন মরলে হইতে, প্রেমের আগুন জ্বলে।
আগুনের বাজপাখি, উড়ে যায় আকাশে,
তোমার ছায়া আমার বুকে, চিরদিন বাজে।

এখন তোমার মূর্তি খাচ্ছে, সময়ের নিষ্ঠুর হাসি,
মানুষের কাছে জুতার বারি, প্রেমেরই পরিহাসি।
তবুও আমি মনে করি, তুমি আছো কাছে,
প্রতিটি প্রভাতে জেগে, তোমার নাম গাছে।

তোমার চোখের তারা এখনো জ্বলে রাতে,
তোমার হাসির মাধুরী ভাসে বাতাসের সাথে।
তুমি মরোনি, তুমি আছো, আমার হৃদয় মাঝে,
প্রতিটি শ্বাসে তোমার স্পর্শ, অনুভব করে যে।

আগুনের বাজপাখি হয়ে, উড়ে যাওয়া তোমার,
আকাশ ছুঁয়ে ফেলে যাওয়া, অমর এক তার।
তোমার মৃত্যু ভুল, এ সত্য জানি আমি,
তুমি বেঁচে আছো আমার গানে, আমার প্রতিটি ভূমি।

মানুষের জুতার বারি, ক্ষণিকের খেলা,
তোমার প্রেমের মহিমা, চিরদিনের মেলা।
তুমি সেই দিন মরলে হইতে, হয়ে গেছো অমর,
আমার হৃদয়ের রাজ্যে, তুমি চিরদিনের চন্দ্র তারা।

তোমার মূর্তি খাচ্ছে সময়, কিন্তু তুমি তো আছো,
আমার স্বপ্নে, আমার গানে, আমার প্রতিটি পাশে।
আগুনের বাজপাখি তুমি, উড়ে যাওয়া স্বাধীন,
তোমার প্রেমের আলোয়, আমার জীবন এখনো ঋদ্ধিমান।

ভুল মৃত্যুর গান গাই, তোমাকে মনে করে,
তুমি আছো, তুমি বেঁচে আছো, আমার অন্তরে।
জুতার বারি ক্ষয়িষ্ণু, কিন্তু প্রেম অমর,
তোমার সাথে আমার বন্ধন, চিরদিনের অপরাজিত সংসার।

তোমার মৃত্যু হয়েছে ভুল, এ সত্য জানি আমি,
তুমি বেঁচে আছো আমার প্রেমে, আমার জীবন স্বামী।
আগুনের বাজপাখি হয়ে, তুমি উড়ে যাও,
তবুও থেকে যাও আমার মনে, চিরদিনের জন্য এখনো।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471