দেবিগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পঞ্চগড়ের দেবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসাথে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।
রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বর মোড়ে উপজেলার সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা জানান, সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে এ পর্যন্ত অসংখ্য সাংবাদিক হত্যার ঘটনা ঘটলেও কোনো ঘটনারই বিচার হয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার কার্যকর না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তুহিন হত্যার বিচার না হলে দেশের পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলেও তারা সতর্ক করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—দেবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি হরিশ রায়, সাধারণ সম্পাদক নাজমুস শাকিব মুন, বাংলাদেশ প্রেসক্লাব দেবীগঞ্জ শাখার আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব এনামুল হকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, ছাত্রসমাজ এবং সাধারণ মানুষ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সিরাতুল মুস্তাকিম। উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোবারক হোসেন হ্যাপি, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে দেবীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. শেখ ফরিদ আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা এবং নিহত সাংবাদিকদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।