নীলফামারী প্রতিনিধি:নীলফামারী জলঢাকায় জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বর্নালি আক্তার স্বপ্নার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। সোমবার দুপুরে জিড়ো পয়েন্ট মোরে রিপোর্টর্স ইউনিটির আয়োজনে ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ (সুমন) সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সহ সাধারণ সম্পাদক জসিনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সদস্য সহিদুল ইসলাম, সাংবাদিক হাছানুজ্জামান সিদ্দিকী, এনআই মানিক প্রমূখ। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। উল্লেখ্য গত ৮জুলাই বুধবার রাতে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতির উপর লক্ষিচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানের নির্দেশে তার লোকজন হামলা চালায় এবং হেনস্থা করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটির কার্যনির্বাহী সদস্য মজিবর রহমান।
নীলফামারীর জলঢাকায় সাংবাদিক স্বপ্নার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
-
ইমরান ইসলাম
- আপডেট সময় ০৩:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- ১৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত