জেলা প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার ১ং কামারের চর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাজধানীর উত্তরায় মাইনস্টোন স্কুল প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং কামারের চর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আব্দুল বারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব কামরুল হাসান, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রাশেদুজ্জামান রিপন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো: কামরুজ্জামান মনি, জেলা সেচ্ছাসেবক দলের গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো: ইমরান হোসেন বাবু, সহ গন-শিক্ষা বিষয়ক সম্পাদক মো: লোকমান হোসেন, ১নং কামারের চর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বিপ্লব সরকার, এবং শেরপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বক্তারা বলেন,
“এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
পরিশেষে, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।