গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের কুরিহাই নান্দু গ্রামের এক যুবক বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে নিজ গ্রামের ফসলি মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন জামিল আহমদ (২৫)। তিনি ওই গ্রামের জলাল উদ্দিনের মেজ ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হালকা বৃষ্টির মধ্যে ফসলি জমিতে কাজ করছিলেন জামিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জামিল একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের তরুণ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।