ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তানিশা নীরবতার দীপ্ত প্রতিমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

উৎসর্গ: তানিশা’র জন্য
কবি: মোঃ মিলন হক

কমলা পাড়ার মেয়ে তুমি —
অতি কোমল মন।
তোমার চাহনির গভীরে লুকানো
অদ্ভুত এক মায়ার সাগর।
তোমার সৌন্দর্যের কাছে হেরে যায় রাকা।
তুমি যেন নিপুণ শিল্পীর নিখুঁত ক্যানভাসে
আঁকা, কোনো এক অলৌকিক ছবি।

তুমি নিরবতায় নিস্তব্ধ, নিরবধি নিশ্চুপ।
তুমি পিঁপড়ের মতো পৃথিবীর পরম সুহৃদ —
নিঃশব্দ পরিশ্রমী, নিস্তব্ধ অধ্যবসায়ী।
তুমি এমন এক মানুষ,
যার হৃদয় নিঃশব্দে ভালোবাসে,
বিনিময়ে কিছু চায় না।

তুমি একমাত্র মানুষের মধ্যে এই পৃথিবীর বন্ধু।
কারণ —যে মানুষেরা কথা বলতে পারে,
তারা পৃথিবীর বন্ধু নয়। তারা পৃথিবীর শত্রু।
তারা পৃথিবী ধ্বংস করতেছে।
তারা পৃথিবীকে ভালোবাসার নামে দেয় কষ্ট,
বিশ্বাসের নামে করে বিশ্বাসঘাতকতা।

তোমার যত ক্ষোভ, আক্ষেপ সব নিজের উপর।
পৃথিবীর উপর তোমার নেই কোন দোষারোপ।

তানিশার সৌন্দর্যের ভাষা
আমার মতো ছোট কবির বর্ণনায় নেই।
সে হয়তো আমার থেকে বড় কবির
বর্ণনার কোন এক রহস্যময়ী ছবি।

🔖 উৎসর্গপত্র:
এই কবিতাটি তানিশা নামে এক অসাধারণ
বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছাত্রীর জন্য,
যে নিজের জীবনের সীমাবদ্ধতাকে হার মানায়
নি,বরং এস.এস. সি পরীক্ষায় A+ পেয়ে প্রমাণ করেছে, নীরবতার মাঝেও জয় লেখা যায়।
কবির একজন মায়ার মানুষ ।

বি.দ্র. টাঙ্গাইল জেলার, ঘাটাইল উপজেলার , কমলা পাড়ার মেয়ে তানিশা ।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

ডিমলায় উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসায় একাডেমিক ভবনের দাবিতে মানববন্ধন

তানিশা নীরবতার দীপ্ত প্রতিমা

আপডেট সময় ০৫:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

উৎসর্গ: তানিশা’র জন্য
কবি: মোঃ মিলন হক

কমলা পাড়ার মেয়ে তুমি —
অতি কোমল মন।
তোমার চাহনির গভীরে লুকানো
অদ্ভুত এক মায়ার সাগর।
তোমার সৌন্দর্যের কাছে হেরে যায় রাকা।
তুমি যেন নিপুণ শিল্পীর নিখুঁত ক্যানভাসে
আঁকা, কোনো এক অলৌকিক ছবি।

তুমি নিরবতায় নিস্তব্ধ, নিরবধি নিশ্চুপ।
তুমি পিঁপড়ের মতো পৃথিবীর পরম সুহৃদ —
নিঃশব্দ পরিশ্রমী, নিস্তব্ধ অধ্যবসায়ী।
তুমি এমন এক মানুষ,
যার হৃদয় নিঃশব্দে ভালোবাসে,
বিনিময়ে কিছু চায় না।

তুমি একমাত্র মানুষের মধ্যে এই পৃথিবীর বন্ধু।
কারণ —যে মানুষেরা কথা বলতে পারে,
তারা পৃথিবীর বন্ধু নয়। তারা পৃথিবীর শত্রু।
তারা পৃথিবী ধ্বংস করতেছে।
তারা পৃথিবীকে ভালোবাসার নামে দেয় কষ্ট,
বিশ্বাসের নামে করে বিশ্বাসঘাতকতা।

তোমার যত ক্ষোভ, আক্ষেপ সব নিজের উপর।
পৃথিবীর উপর তোমার নেই কোন দোষারোপ।

তানিশার সৌন্দর্যের ভাষা
আমার মতো ছোট কবির বর্ণনায় নেই।
সে হয়তো আমার থেকে বড় কবির
বর্ণনার কোন এক রহস্যময়ী ছবি।

🔖 উৎসর্গপত্র:
এই কবিতাটি তানিশা নামে এক অসাধারণ
বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছাত্রীর জন্য,
যে নিজের জীবনের সীমাবদ্ধতাকে হার মানায়
নি,বরং এস.এস. সি পরীক্ষায় A+ পেয়ে প্রমাণ করেছে, নীরবতার মাঝেও জয় লেখা যায়।
কবির একজন মায়ার মানুষ ।

বি.দ্র. টাঙ্গাইল জেলার, ঘাটাইল উপজেলার , কমলা পাড়ার মেয়ে তানিশা ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471