মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, (প্রতিনিধি) :
চট্টগ্রামের হাটহাজারীতে মূল্য তালিকা প্রদর্শনে ব্যার্থ হওয়ায় দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২২ আগস্ট) বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্ব পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মধ্যে এ অর্থদণ্ড প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ইউএনও জানান মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়।