গাইবান্ধা প্রতিনিধি ঃ- গাইবান্ধা শহরস্থ একমাত্র যাতায়াতের ব্যস্ততম নিউব্রীজ রাস্তাটি এখন বালু খেকো দের দখলে। তারা ব্রীজের পুর্ব পাশে ঘাঘটনদীর দু’ পাড় দখল করে নির্দ্ধিধায় দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছে বালুর ব্যবসা।অবৈধভাবে পানীয় উন্নয়ন বোর্ডের যোগ সাজসে বছরে কোটি টাকা বানিজ্য করলেও যেন দেখার কেউ নেই। বিষয়টি দ্রুত জেলা প্রশাসকের হস্তক্ষেপ প্রয়োজন।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত গাইবান্ধা নিউব্রীজের সাথেই পুর্ব পাশে ১৫-২০ টি নৌকা ও বোলগেট দিয়ে বালু নামানো হচ্ছে ঘাঘটনদী দুই পাড়ে। নদীর দুই তীর দখল করে বিশাল বালুর পাহাড় গড়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী মহল। তারা বাধ কেটে তৈরি করেছেন ট্রলি ও কাঁকড়া যাতায়াতের রাস্তা। বালু’র ট্রলি ও কাঁকড়া দিয়ে বালু বহন করায় ঘটছে অহরহ দুর্ঘটনা। সেই বহনকারী যানবাহন থেকে বালু উড়ে পড়ছে স্কুল,কলেজগামী ও পথচারীদের চোখে মুখে। সচেতন মহলের প্রশ্ন,,, দেশে যদি আইনের শাসন থাকে,তাহলে কিভাবে জেলা শহরস্থ একটি পয়েন্টে গুটি কয়েক অবৈধ বালু ব্যবসায়ী জাঁকজমক ভাবে এ ব্যবসা তাকিয়ে যাচ্ছে। ভুক্তভোগী মহল, গাইবান্ধা নিউব্রীজ সংলগ্ন ঘাঘটনদীর পুর্ব পাশ দখলমুক্ত করতে অনতিবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিরতরে বন্ধে জেলা প্রশাসক,পানীয় উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
গাইবান্ধা শহরস্থ নিউব্রীজ সংলগ্ন ঘাঘটনদীর দুই পাশ দখল করে কোটি টাকার বানিজ্য
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- ৩৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত