ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় শালার লাঠির আঘাতে দুলাভাই নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ-গাইবান্ধার সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধা নের বাজার এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে শালার লাঠির আঘাতে মোজাহার আলী ব্যাপারী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাহার আলী সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার ব্যাপারী পাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোজাহার আলীর সঙ্গে তার শালা লুৎফর রহমান ও নবীর হোসেনের দীর্ঘদিন ধরে প্রায় ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লুৎফর রহমান ও নবীর হোসেন এলোপাতাড়ি লাঠি দিয়ে মোজাহার আলীকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালক ইয়ার পিস্তল সহ আটক- ০২

গাইবান্ধায় শালার লাঠির আঘাতে দুলাভাই নিহত

আপডেট সময় ১২:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

নুরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ-গাইবান্ধার সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধা নের বাজার এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে শালার লাঠির আঘাতে মোজাহার আলী ব্যাপারী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাহার আলী সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার ব্যাপারী পাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোজাহার আলীর সঙ্গে তার শালা লুৎফর রহমান ও নবীর হোসেনের দীর্ঘদিন ধরে প্রায় ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লুৎফর রহমান ও নবীর হোসেন এলোপাতাড়ি লাঠি দিয়ে মোজাহার আলীকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471