মো:বিলাল উদ্দিন
সিলেট (গোয়াইনঘাট) প্রতিনিধি ॥
সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে হত্যা মামলার এক আসামি গ্রেফতার হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শাহপরাণ থানার সাদারপাড়ার রিকশাচালক আয়নাল আলাল গত ১৩ এপ্রিল দুপুরে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনদিন পর ১৬ এপ্রিল সোনাপুর এলাকার কাঙ্গালীছড়া খালের উত্তর পাড় থেকে তার বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৭ এপ্রিল নিহতের পরিবার মরদেহ সনাক্ত করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আনু আক্তার বাদী হয়ে ১৯ এপ্রিল শাহপরাণ (রহ.) থানায় হত্যা মামলা (নং: ১৮/১০৩) দায়ের করেন। মামলাটি দায়ের করা হয় দণ্ডবিধির ৩৯৪/৩০২/২০১ ধারায়।
ঘটনার পর থেকে পুলিশ তদন্ত চালিয়ে আসছিল। অবশেষে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাদিরগঞ্জ মেঘনাঘাট এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি মো. সামছুল হক (৩৯) কে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গুনই ডাইলাহাটি গ্রামের বাসিন্দা।
গ্রেফতারের পর আসামি সামছুল হকের স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার বাটযুক্ত দা উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
শাহপরাণ (রহ.) থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।