ঢাকার ধামরাইয়ে অতি বৃষ্টির কারণে একটি হেলিকপ্টার ধান ক্ষেতে জরুরি অবতরণ করে। সোমবার (গতকাল) দুপুরে রোয়াইল ও সুয়াপুর ইউনিয়নের মাঝামাঝি ছেনাইল চকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে হেলিকপ্টারটি ধানক্ষেতে নামতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রবল বর্ষণে মাটি কাদায় পরিণত হওয়ায় হেলিকপ্টারটির অবতরণ জটিল হয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর, টেকনিক্যাল টিমের সহায়তায় হেলিকপ্টারটি পুনরায় উর্ধায়নের জন্য প্রস্তুত হয় এবং নিরাপদে উড়াল দেয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হেলিকপ্টারটি কোথা থেকে এসেছিল এবং কী কারণে এটি সেখানে অবতরণ করেছিল—তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এলাকাবাসী জানান, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। অনেকেই হেলিকপ্টার দেখতে ভিড় জমান এবং ছবি ও ভিডিও ধারণ করেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
হেলিকপ্টারটি সরকারি নাকি বেসরকারি, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।