ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লুকা মড্রিচের নতুন যাত্রা: এসি মিলানে যোগদান, ইতালিতে শুরু হলো কিংবদন্তির নতুন অধ্যায়

ক্রোয়েশিয় ফুটবল কিংবদন্তি লুকা মড্রিচ রিয়াল মাদ্রিদে ১৩ বছর সফল ক্যারিয়ারের পর এবার পাড়ি জমালেন ইতালিতে। সোমবার (১৪ জুলাই ২০২৫) এসি মিলান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, মড্রিচ এক বছরের চুক্তিতে ক্লাবে যোগ দিয়েছেন। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর অপশন রাখা হয়েছে।

লুকা মড্রিচ মিলানে তার সুপরিচিত ১৪ নম্বর জার্সি পরবেন। বার্ষিক বেতন ধরা হয়েছে প্রায় ২.৫ থেকে ৩ মিলিয়ন ইউরো, যা রিয়াল মাদ্রিদে তার শেষ বেতনের তুলনায় কম হলেও, নিয়মিত খেলার সুযোগই তার প্রাথমিক লক্ষ্য। মূল লক্ষ্য ২০২৬ ফিফা বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলের প্রতিনিধিত্ব করার সুযোগ ধরে রাখা।

কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রির মতে, মড্রিচ শুধু মাঠেই নয়, ড্রেসিং রুমেও তরুণদের (যেমন: রুবেন লোফটুস-চীক, ইউনুস মুসাহ, ইয়ান ফোফানা) জন্য আদর্শ ও গাইড হয়ে উঠবেন।

এক ভিডিও বার্তায় মড্রিচ জানান, “এখানে এসে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। এটা আমার ক্যারিয়ারের এক নতুন অধ্যায় এবং আমি পুরোপুরি প্রস্তুত।” ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার রিয়াল মাদ্রিদে ৫৯৭ ম্যাচে ২৮টি ট্রফি জিতেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ৫টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

১৪ নম্বর জার্সিটি মড্রিচের টটেনহ্যাম হটস্পারে সময়কার ট্রেডমার্ক, যা ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইফকেও স্মরণ করিয়ে দেয়। ইতালির সিরি আ লিগে তার আগমন লিগের মর্যাদা ও প্রতিযোগিতা বাড়াবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

রিয়াল মাদ্রিদের মাঝমাঠের “মাস্টারমাইন্ড” হিসেবে বিশ্ব ফুটবলে অমর হয়ে থাকা লুকা মড্রিচ এবার এসি মিলানের জার্সিতে তার জাদু ছড়াবেন। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং অদম্য স্পিরিট মিলানের নতুন প্রজন্মকে শেখানোর পাশাপাশি ক্লাবটিকে সিরি আ ও ইউরোপীয় প্রতিযোগিতায় এগিয়ে নিতে সাহায্য করবে। সমগ্র ফুটবল বিশ্ব এখন এই কিংবদন্তির ইতালীয় অধ্যায়ের সাক্ষী হতে উৎসুক।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

ডিমলায় উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসায় একাডেমিক ভবনের দাবিতে মানববন্ধন

লুকা মড্রিচের নতুন যাত্রা: এসি মিলানে যোগদান, ইতালিতে শুরু হলো কিংবদন্তির নতুন অধ্যায়

আপডেট সময় ১০:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

ক্রোয়েশিয় ফুটবল কিংবদন্তি লুকা মড্রিচ রিয়াল মাদ্রিদে ১৩ বছর সফল ক্যারিয়ারের পর এবার পাড়ি জমালেন ইতালিতে। সোমবার (১৪ জুলাই ২০২৫) এসি মিলান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, মড্রিচ এক বছরের চুক্তিতে ক্লাবে যোগ দিয়েছেন। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর অপশন রাখা হয়েছে।

লুকা মড্রিচ মিলানে তার সুপরিচিত ১৪ নম্বর জার্সি পরবেন। বার্ষিক বেতন ধরা হয়েছে প্রায় ২.৫ থেকে ৩ মিলিয়ন ইউরো, যা রিয়াল মাদ্রিদে তার শেষ বেতনের তুলনায় কম হলেও, নিয়মিত খেলার সুযোগই তার প্রাথমিক লক্ষ্য। মূল লক্ষ্য ২০২৬ ফিফা বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলের প্রতিনিধিত্ব করার সুযোগ ধরে রাখা।

কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রির মতে, মড্রিচ শুধু মাঠেই নয়, ড্রেসিং রুমেও তরুণদের (যেমন: রুবেন লোফটুস-চীক, ইউনুস মুসাহ, ইয়ান ফোফানা) জন্য আদর্শ ও গাইড হয়ে উঠবেন।

এক ভিডিও বার্তায় মড্রিচ জানান, “এখানে এসে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। এটা আমার ক্যারিয়ারের এক নতুন অধ্যায় এবং আমি পুরোপুরি প্রস্তুত।” ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার রিয়াল মাদ্রিদে ৫৯৭ ম্যাচে ২৮টি ট্রফি জিতেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ৫টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

১৪ নম্বর জার্সিটি মড্রিচের টটেনহ্যাম হটস্পারে সময়কার ট্রেডমার্ক, যা ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইফকেও স্মরণ করিয়ে দেয়। ইতালির সিরি আ লিগে তার আগমন লিগের মর্যাদা ও প্রতিযোগিতা বাড়াবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

রিয়াল মাদ্রিদের মাঝমাঠের “মাস্টারমাইন্ড” হিসেবে বিশ্ব ফুটবলে অমর হয়ে থাকা লুকা মড্রিচ এবার এসি মিলানের জার্সিতে তার জাদু ছড়াবেন। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং অদম্য স্পিরিট মিলানের নতুন প্রজন্মকে শেখানোর পাশাপাশি ক্লাবটিকে সিরি আ ও ইউরোপীয় প্রতিযোগিতায় এগিয়ে নিতে সাহায্য করবে। সমগ্র ফুটবল বিশ্ব এখন এই কিংবদন্তির ইতালীয় অধ্যায়ের সাক্ষী হতে উৎসুক।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471