সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তীব্র তাপদাহের সাথে যুক্ত হয়েছে ঘনঘন লোডশেডিং। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পর দিন বিদ্যুৎহীন অবস্থায় কাটছে উপজেলার বেশিরভাগ এলাকার মানুষের সময়। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা পড়েছেন চরম বিপাকে।
গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তার ওপর প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলায় বাড়ি, বাজার, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টি হয়েছে অস্বস্তিকর পরিবেশ।
স্থানীয়রা জানান, প্রচণ্ড গরমে রাতে ঘুমানো কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় ফ্যান, এসি তো দূরের কথা, পানির পাম্প পর্যন্ত চালানো যাচ্ছে না। ফলে দেখা দিয়েছে পানির সংকটও। কৃষকরাও বিদ্যুৎ না থাকায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় চিন্তায় রয়েছেন।
গোয়াইনঘাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের দাবি, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় বাধ্য হয়ে এলাকাভিত্তিক লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা লোডশেডিং ও তাপদাহে দুর্ভোগ কমাতে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।