ঈদুল আজহার ছুটি শেষে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আবারও কর্মজীবী মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে। কয়েক দিনের বিরতির পর গ্রাম থেকে ফিরতে শুরু করেছেন পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত হাজারো শ্রমিক।
শুক্রবার সকাল থেকেই নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ স্পষ্টভাবে দেখা গেছে। ভোর থেকেই দূরপাল্লার বাস, লেগুনা, পিকআপ ও মোটরসাইকেলে করে ফিরছেন শ্রমজীবীরা। অনেকে পরিবার নিয়ে এসেছেন, আবার কেউ এসেছেন একাই, ব্যাগে ঈদের আনন্দের স্মৃতি আর হাতে কর্মজীবনের নতুন সূচনা।
আশুলিয়ার বাইপাইল এলাকায় দেখা যায়, পোশাক শ্রমিকরা গার্মেন্টসের সামনে ভিড় করছেন ছুটি শেষ হওয়ার পর নতুন কাজে যোগ দেওয়ার জন্য। ফিরতি যাত্রায় আসা শ্রমিক আব্দুর রহমান বলেন, “ঈদের ছুটি শেষে আবার কাজে ফিরলাম। গ্রামের মা-বাবার মুখে হাসি ছিল, আর এখন শহরে ফিরে আবার কাজ শুরু করব।
স্থানীয় গণপরিবহন চালক হাবিব জানান, গত দুই দিন ধরেই যাত্রী চাপ বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা ফিরছেন। ঈদের পর এমন ভিড় সাধারণত দেখা যায়।
পোশাক শিল্পের কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে, আবার কিছু কারখানা আগামী এক-দুদিনের মধ্যেই পুরোদমে চালু হবে বলে জানা গেছে।
শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র এক কর্মকর্তা জানান, আমরা আশা করছি ৯০ শতাংশের বেশি শ্রমিক ছুটি শেষে যথাসময়ে কাজে ফিরবেন। ঈদের পরে অর্ডার পূরণের কাজ দ্রুত শুরু করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, ঈদের পর শ্রমিকদের দ্রুত ও নিরাপদে শহরে ফেরা এবং কাজের পরিবেশ নিশ্চিত করা শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।