আঃ আজিজ চৌধুরী
টাংগাইল- মধুপুর, প্রতিনিধি।
টাংগাইলের ধনবাড়ি নবাব ইনস্টিটিউটের মাঠ প্রাঙ্গনে শিক্ষানবিশ ও তরুণ উদ্দ্যোক্তা নির্বাচনের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ি আরডিএস শাখার বিএম মোঃ সাদেকুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা সমাজ সেবা অফিসার মো: ইসমাইল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো অর্ডিনেটর মোঃ এমদাদুল হক সহ অনেকেই।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আরডিএসের বেকারত্ব দূরিকরণের কর্মসংস্থানমূলক আয়োজন সত্যি প্রশংসনীয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লাইফ স্কিল এন্ড ইন্টারপ্রিয়নারশীপ ডেভেলপমেন্ট অফিসার অর্জুন চাম্বুগং। এসময় আরডিএস কর্মকর্তাসহ এলাকার তরুণ আগ্রহী উদ্দোক্তারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত গড়ে তুলেন।